মোঃ আব্দুল হামিদ বার্তা সম্পাদকঃ
মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস পথসভা ও লিফলেট বিতরণ করেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
শনিবার ২১ ডিসেম্বর বিকেলের দিকে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,জনতার চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থান বড় বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা।
এসময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃসাইফুল ইসলাম বলেন, তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমরা এই দফাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছি, যাতে তারা দেশের কল্যাণে এগিয়ে আসেন।
এছাড়াও এসময় মেহেরপুর পৌর বিএনপি ও মেহেরপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।