নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৩০ বছর পর পৌর মেয়র এর প্রচেষ্টায় শহীদ আরজ সড়ক টি পাকা রাস্তায় রুপ পেলো। দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল দশা ফলে
এলাকাবাসীর দুর্ভোগ এর শেষ নেই, অনেক দিনকার আসা একটি সুন্দর রাস্তার, সেই স্বপ্ন পূরণ করলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
শহীদ আরজ সড়কটি ৭ নম্বর ওয়ার্ডের
মেহেরপুর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। হোটেল বাজার চার রাস্তার মোড় হতে এডভোকেট রুস্তম আলীর বাড়ি পর্যন্ত) সড়কটি দীর্ঘকালের ভোগান্তি কাটিয়ে পাকা রাস্তা এবং উন্নত ড্রেনের স্বাদ পেল পৌর মেয়র প্রচেষ্টায়। শনিবার পৌর মেয়র সহ কাউন্সিলর নূরুল আসরাফ রাজিব সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং পৌর মেয়র নিজে উপস্থিত থেকে রাস্তার কাজের তদারকি করেন।