Home » মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলার বিএনপি’র বিজয় দিবস পালন।

মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলার বিএনপি’র বিজয় দিবস পালন।

কর্তৃক xVS2UqarHx07
43 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদক:

 

“বিজয় এবার জনতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি।

সোমবার ১৬ ডিসেম্বর সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিজয় র‍্যালি বের হয়, র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়, সমাবেশ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

 

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন,মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।

সমাবেশে মাসুদ অরুন বলেন, দীর্ঘদিন লড়াই সংগ্রামে থেকেছি এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছি,২০২৪ শে আগস্ট এ অনেক রক্তের বিনিময়ে আমরা আজ দ্বিতীয়বারের মতন দেশ স্বাধন পেয়েছি, হাসিনা স্বৈরশাসকের পর আজ মানুষ স্বাধীনভাবে চলতে পারছে তাদের স্বাধীনভাবে কথা বলতে পারছে, জনতার অধিকারের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জাসাস সভাপতি অশেষ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান, ফজলুর রহমানসহ বিএনপির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন