আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর পৌর সভার উদ্যোগে জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। বাঙালি মুসলমান সমাজ যখন সামাজিক কুসংস্কার ও ধর্মীয় প্রতিবন্ধকতায় আবদ্ধ ছিল; তৎকালীন নারী সমাজের শিক্ষার আলো নিয়ে এসেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া।
বুধবার সকালের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর কাউন্সিলর আল-মামুন। এর আগে বেগম রোকেয়া স্মরণে একটি র্যালী বের করা হয়।
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজ রহমান রিটনের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, কাউন্সিলর আল-মামুন, নুরুল আশরাফ রাজিব, হামিদা খাতুন, শিউলি আক্তার, আলপনা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী মহাসিন আলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।