নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর টি-টেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় পতাকা এবং ৪টি জেলা প্রেস ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর টি-টেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিংকন বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরফরাজ হোসেন মৃদুল, ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক রাশেদুজ্জামান প্রমূখ। টি টেন ক্রিকেট টুর্ণামেন্টে স্বাগতিক মেহেরপুর প্রেসক্লাবসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব, ঝিনেদা প্রেসক্লাবের, কুষ্টিয়া প্রেসক্লাব অংশগ্রহণ করছে উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং অভিনেতা প্রেসক্লাব একে অপরের সঙ্গে মোকাবেলা করছে সকালে টসে জয়লাভ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন।