নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।
আগামিকাল মঙ্গলবার সকাল ১০ টায় পন্ডেরঘাট জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এর পরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় জানাযা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ প্রেস ক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।