আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিচ ইয়াবাসহ দু’জন-কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মেহেরপুর সদরের পাটাপোকা গ্রামের আবু শামার ছেলে আনোয়ার (৩৮) ও বর্শিবাড়ীয়া গ্রামের খালেকের ছেলে টিটু (২৪)।
রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই সিদ্দিক ও এএসআই শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সিংহাটি গ্রামের পশ্চিম পাড়া থেকে একটি ডিসকভার মোটরসাইকেলসহ তাদের আটক করেন। এএসআই সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে নামি।
অভিযান চালিয়ে সদরের সিংহাটি পশ্চিম পাড়া থেকে সন্দেহভাজন দুজনের মোটরসাইকেলের গতি রোধ করি। পরে তল্লাশি চালিয়ে আনোয়ারের কাছ থেকে ১০ পিচ ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৯ পিচ ইয়াবা উদ্ধার করি। তিনি আরও জানান, আনোয়ার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
মোটরসাইকেলসহ তাদের আটক করে ক্যাম্পে আনা হয়। পরে তাদের মেহেরপুর সদর থানায় পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।