নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ছাগল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিটন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিটন তেরোঘরিয়া গ্রামের আসাদ আলী ছেলে। এবং হরিরামপুর গ্রামের হাসমত আলীর জামাই।
কয়েকমাস পূর্বে লিটন তার শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস শুরু করেন। এবং নিহত তোফাজ্জলের সঙ্গে ছাগলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিটন নিহত তোফাজ্জেলের দুঃসম্পর্কের জামাই বলেও জানা গেছে। ছাগল ব্যবসায়ী নিহত তোফাজ্জলের কাছে সব সময় মোটা অংকের অর্থ গচ্ছিত থাকতো। ওই টাকা নেওয়ার জন্য আগের দিন রাতে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে তাকে মাঠের মধ্যে নিয়ে যায়।
তোফাজ্জল যখন ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে তখনই তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর থেকে পুলিশ হত্যাকারী কে ধরার জন্য মোবাইলে টেকিং শুরু করেন।রাতে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অপু সরোয়ারের নেতৃত্বে লিটনকে আটক করে।