Home » মেহেরপুর বেলতলা পাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মেহেরপুর বেলতলা পাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
208 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর এলজিইডির উদ্যোগে, অধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নামফলক উম্মোচন করে বেলতলা পাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।বুধবার বিকেলের দিকে নামফলক উম্মোচন করে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে মোনাজাত করা হয়। ৩৮ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে সাপেক্ষে সড়কটি নির্মাণ কাজ করা হবে।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিনের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন