Home » মেহেরপুর বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

কর্তৃক xVS2UqarHx07
7 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুর বেড়পাড়া এলাকাবাসীর উদ্যোগে বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।সামিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।

 

বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেসা নয়ন, তহবাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফি, আবু সাইদ ক্লাবের সম্পাদক মিজানুর রহমান। পরে মাসুদ অরুন বেলুন উড়িয়ে বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।এসময় সেখানে আতশবাজি ফোটানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামীম রেজা, সহ-সম্পাদক মাসুদ রানা, যুব নেতা আসকার আলী, সাইফুল ইসলাম, মোঃ আলেক, ইয়াদুল আলী, সজীব, রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৩২ দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় সজীব জুটি জয়লাভ করেছে।খেলার সজীব জুটি ২১-৬,২১-৯ সেটে সোহাগ জুটিকে পরাজিত করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন