Home » মেহেরপুর ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ অফিসের তিন দালালচক্রের জরিমানা

মেহেরপুর ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ অফিসের তিন দালালচক্রের জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
370 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর বিআরটিএ তে অভিযান চালিয়ে বিআরটিএ অফিসে আসা ব্যক্তিদের হয়রানি ও দালালি করার অভিযোগে দালালচক্রের তিন সদস্য মোঃআবু বক্কর সিদ্দিক ছোটন, শাহীন আলম ও মোঃ আনারুল ইসলাম নামের তিন ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ ব্যক্তির নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃআবু বক্কর সিদ্দিক ছোটন,শাহীন আলম ও মোঃ আনারুল ইসলাম নামের ৩ ব্যক্তিকে আটক করা হয়।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ব্যক্তির নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিদর্শক মো: তরিকুল ইসলাম, এস আই বিশ্বজিৎ সরকার এএসআই আহসান হাবীব, এএসআই মো: হেলাল উদ্দিন সহ ডিবির অন্যান্য সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন