মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ রেক্সোনা নামের এক মহিলা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকেলের দিকে মেহেরপুর স্টেডিয়াম পাড়া এলাকা থেকে রেক্সোনা কে গ্রেফতার করা হয়। রেক্সোনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের জীবনের স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরীয়তুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় সাব-ইন্সপেক্টর মদন মোহন সাহা এবং মেহেরপুর সদর থানার এসআই তপন কুমার বিশ্বাস কে সাথে নিয়ে স্টেডিয়ামপাড়ায় রেক্সোনার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়।এ সময় ঘরের ভিতরে চৌকির নিচ থেকে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।