আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।