Home » মেহেরপুর মাদক মামলায় এক মাদক বিক্রেতাকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড

মেহেরপুর মাদক মামলায় এক মাদক বিক্রেতাকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড

কর্তৃক xVS2UqarHx07
132 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর মাদক মামলায় ইব্রাহিম হোসেন নামের এক মাদক বিক্রেতাকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক।

দন্ডিত ইব্রাহিম গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বুধবার বেলা দেড়টার সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ওয়ালিউল ইসলাম এ দন্ডাদেশ দেন।
একই মামলায় দোষী সাবস্ত্য না হওয়ায় হোগলবাড়িয়া গ্রামের তিনকোর আলীর ছেলে আতিয়ার রহমানকে বেখসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে গাংনী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হোগলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ইব্রাহিম ও আতিয়ারকে আটক করেন।

এঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ। যার গাংনী থানার মামলা নং ৯, তারিখ ০৪/০৭/২০১৮ ইং।

মামলাটির স্বাক্ষীদের স্বাক্ষ্যতে ইব্রাহীম দোষী সাবস্থ্য হওয়ায় আদালত তাকে ৫ বছরের সাজা দেন। এছাড়া অপর আসামী আতিয়ার রহমান দোষী প্রমানীত না হওয়ায়তাকে বেখসুর খালাস দেন।

মামলায় সরকারী পক্ষে মেহেরপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন ও অ্যাডভোকেট রমজান আলী কৌশলী ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন