Home » মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ

মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ

কর্তৃক xVS2UqarHx07
111 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মারলো অর্পণ করা হয়।

সকালে জেলা বাসী এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা বাশির পক্ষে এবং জেলা পরিষদে চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম জেলা পরিষদের পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাদা ইদ্রিস আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।এদিকে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন