ভ্রাম্যমাণ প্রতিনিধি ইউনুস আলী:
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ৪ টি আমেরিকান কাল শকুন( ব্লাক ভালচার) উদ্ধার, ৪ পাচারকারী আটক।ভ্রাম্যমাণ আদালতে ৪ পাচারকারীর ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার মধ্যরাতে মেহেরপুরের মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ পাচারকারীকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হল মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের লিয়াজ মল্লিকের ছেলে জাকের আলী,মুনসুর আলী ছেলে আজগর আলী এবং গোপালনগর গ্রামের আলাই মণ্ডলের ছেলে মুজিবুর রহমান।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ এর খ ধারায় তিন জনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
এর আগে শনিবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু,সুলতান মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স মুজিবনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে ৩ জনকে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে আমেরিকান কাল শকুন ( ব্লাক ভালচার) উদ্ধার করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন তারা দীর্ঘদিন ধরে এসব বিদেশি পাখি ইন্ডিয়ায় পাচার করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ৪টি আমেরিকান ব্লাক ভালচার ইন্ডিয়ায় পাচার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছি। তিনি আরো বলেন ৪টি পাখির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।কালো শকুন ইংরেজি নাম ব্লাক ভালচার। আমেরিকার কাল শকুন নামেও পরিচিত।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পুর্বাংশ থেকে দক্ষিণ আমেরিকার চিলি ও আর্জেন্টিনা পর্যন্ত দেখতে পাওয়া যায় এদের। টার্কি ভালচারের মত এদের সচরাচর দেখা গেলেও এরা খুব সীমিত অঞ্চলে বাস করে। টার্কি শকুন কানাডা থেকে টিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত দেখতে পাওয়া যায়। নামে এবং চেহারায় মিল থাকা সত্বেও এরা ইউরাসিন ব্লাক ভালচার থেকে আলাদা। ইউরাসিন ব্লাক ভালচার একসিপিট্রিডি পরিবারের সদস্য। ঈগল, বাজপাখি, চিলও এই একই পরিবারের সদস্য। আর আমেরিকার কালো শকুন ক্যাথারটিডি পরিবারের সদস্য।