নিজস্ব প্রতিবেদক:
১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। দিবসটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুজিবনগর স্মৃতিসৌধের জনসভা স্থল পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন।
শুক্রবার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর স্মৃতিসৌধ জনসভার স্থান পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম,পুলিশ সুপার রাফিউল আলম, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আয়ুব হোসেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীন,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মধু,উপজেলা যুব মহিলা লীগ সভাপতি তকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।