আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর-মুজিবনগর সড়কের বিদ্যাধরপুর গ্রামে মোটরসাইকেল ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম ও নাজমুর নামের দুই যুবক আহত হয়েছে। আহত ২জনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত খোরশেদ আলম মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং নাজমুর একই উপজেলার দারিয়াপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
জানা গেছে আহতদ্বয় দুপুরের দিকে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে মোনাখালী পার হয়ে বিদ্যাধরপুর গ্রামে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের দুজন রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।