মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ছেনারুল ও জাহিদুল নামের দুই ব্যক্তির মারাত্মক আহত হয়েছেন। আহতদের একজনকে রাজশাহী এবং অপরজনকে কুষ্টিয়া রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলা চকশ্যামনগর কবরস্থানের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ছেনারুল চকশ্যামনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে এবং জাহিদুল নিগার হোসেনের ছেলে।
জানা গেছে ঘটনার সময় আহত ছেনারুল ও জাহিদুল মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি যাবার পথে চকশ্যামনগর কবরস্থানের কাছে বিপরীতগামী মাটি বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই মারাত্মক আহত হন।
তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছেনারুলকে রাজশাহী এবং জাহিদুলকে কুষ্টিয়া রেফার্ড করেন।আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।