নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদউত্তীর্ন খাদ্য সামগ্রি রাখা, পন্যের মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসায়ীর জরিমানা ।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে ৩ টি মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদউত্তীর্ন খাদ্য সামগ্রি রাখা, পন্যের মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটার ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।