আমঝুপি অফিস:
মেহেরপুর রিপোর্টাস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার বিকেল ৩টায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এশিয়ান টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছে আতিক স্বপন ও মিজানুর রহমান। মোট ৮ টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছে। অত্যান্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যারাই নির্বাচিত হবেন তাদের অধিনেই দেশ ও জাতির স্বার্থে সবাই এক সাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থীরা।
অবাধ ও সুষ্ঠ ভাবে নির্বাচন শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুর জামান, সহকারী নির্বাচন কমিশনার আয়শা আক্তার নিপা, আহ্বায়ক নিশান সাবের এবং সদস্য সচিব জাহিদ ইকবাল শিমনের অধিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।