Home » মেহেরপুর র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক xVS2UqarHx07
279 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে রোমান আলী(২৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করে। আটককৃত রোমান আলী উপজেলার মাইলমারি গ্রামের সর্দার পাড়ার মিনারুল ইসলাম এর ছেলে।

র‌্যার্পিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব-৬,ঝিনাইদহ) জানাযায়, মেহেরপুর গাংনী উপজেলার মাইলমারি গ্রামের মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে(র‌্যাব-৬)গাংনী শাখার একটি টহলদল একই এলাকার রিয়াজুল ইসলাম এর বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ৬ পুরিয়া হেরোইন যার ওজন ২গ্রাম,০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ ১৭০ টাকাসহ রোমান আলীকে আটক করে।আরো জানাজায়, আটককৃত রোমান আলীকে আটক পূর্বক গাংনী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন