Home » মেহেরপুর শহরের প্রধান সড়কে আপন জুয়েলার্স দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে

মেহেরপুর শহরের প্রধান সড়কে আপন জুয়েলার্স দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে

কর্তৃক xVS2UqarHx07
103 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর শহরের প্রধান সড়কে আপন জুয়েলার্স দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল আপন জুয়েলার্সের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে ২৫-৩০ ভরি স্বর্ণসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে।

আপন জুয়েলার্সের মালিক শংকর কুমার পাত্র জানান বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যাই। শনিবার সকালে এসে দেখি ভিতরে জিনিসপত্র সব তছনছ করা। এবং দেয়ালে ফুটো করা। তিনি জানান দোকানে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার চোরের দল নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আপন জুয়েলার্সের দুঃসাহসিক চুরির ঘটনায় মেহেরপুরে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন