নিজস্ব প্রতিবেদক:
ময়লা পরিবেশ, অস্বাস্থ্যকর নষ্ট পচা ডিম, কেক তৈরিতে ব্যবহার, খাবারের মেয়াদের তালিকা না থাকা, অনুমোদনবিহীন প্রোডাক্ট বিক্রি করা, বিএসটিআই এর অনুমোদন ছাড়া দই তৈরি করায় মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জোসনা বেকারির মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান চলাকালে জোসনা বেকারিতে ময়লা পরিবেশ, অস্বাস্থ্যকর নষ্ট পচা ডিম কেক তৈরিতে ব্যবহার, খাবারে মেয়াদের তালিকা না থাকা, অনুমোদনবিহীন প্রোডাক্ট বিক্রি করা, বিএসটিআই এর অনুমোদন ছাড়া দই তৈরি করার কারনে জোসনা বেকারির মালিকের নিকট থেকেভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও অস্বাস্থ্যকর, ফাটা ডিম বিক্রি করা ও মূল্যতালিকা না দেওয়ায় শুভ পোল্ট্রি ফিড এর মালিকের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন।