মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর শহরের বড় বাজারে মেসার্স মোয়াজ্জেম এন্টারপ্রাইজে ভোক্তা অধিকারের অভিযান।
দেড় মাসের ব্যবধানে মেহেরপুর শহরের বড় বাজারে মেসার্স মোয়াজ্জেম এন্টারপ্রাইজে ভোক্তা অধিকারের অভিযান। মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে শহরের বড় বাজারে এলাকায় মোয়াজ্জেম হোসেনের সারের দোকানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অন্যদের মধ্যে নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন।