নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরে আবারো দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার দিনের কোন এক সময় মেহেরপুর শহরের মারকাজ মসজিদ পাড়ার নজরুল ইসলামের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে মরহুম নজরুল ইসলামের স্ত্রী শুক্রবার সকালে মারকাজ মসজিদ পাড়াস্থ বাড়িতে তালা দিয়ে তার পিতার বাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামে বেড়াতে যান।এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সঙ্গবদ্ধ চোরের দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ৬০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণের অলংকার নিয়ে চলে যাই। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।