নিজস্ব প্রতিবেদক:
গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় সহ হেলমেট ব্যবহার না করাই মেহেরপুর শহর থেকে ৫টি মোটরসাইকেল আটক করা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করা হয়। ট্রাফিক ইনস্পেক্টর বিএম ফেরদৌস হোসেনের নেতৃত্বে সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় বেশ কিছু মোটরসাইকেল কাগজপত্র পরীক্ষা করা হয়। এতে ৫টি মোটরসাইকেল মালিকের কোন কাগজপত্র না থাকায় মোটরসাইকেল আটক করা হয়। এবং ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযান অন্যদের মধ্যে ট্রাফিক ইনস্পেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট পবিত্র সরকার, আল-আমিন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।