নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শিল্পী বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স মোমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায় চুরি । সোমবার রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোরের দল এ চুরির ঘটনা ঘটায়।
জানা গেছে রাতের কোন এক সময় মেসার্স মোমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানার পিছনের প্রাচীর টপকে চোরের দল ভিতরে প্রবেশ করে কারখানার একটি দরজা ফাঁক করে ভিতরে প্রবেশ করে। এসময় ভিতরে রাখা কাটার মেসিং ১ টা,লোহার প্লেন সিট ৪ টি,বিভিন্ন ফিল্টার তৈরির ডাইস ১৭ সেট, রেন্স ১২টি, ক্লাম ২০ সেট, ওজন মাপা মিটার ১ টি, কাটিং পাংসন ৭০ সেট, নাট বোল্ট ২০ সেট, বিয়ারিং কোন ২০ সেট সহ প্রায় ২৫-৩০ লক্ষ টাকা মালামাল নিয়ে যায়।
মোমিনুল ম্যানুফ্যাকচারিং কারখানার মালিক মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, আগের দিন কারখানা বন্ধ করে বাড়ি চলে যায়। সকালে কারখানার গেট খুলে দেখি পিছন দিকের দরজার নিচে ফাঁকা। ভিতরে প্রবেশ করার পর চুরির বিষয়টি নিশ্চিত হয়। আজিজুল ইসলাম জানান এখানে নৈশ প্রহরী না থাকলেও কারখানার সামনে অবস্থিত বিসিক শিল্পনগরী ২ জন নৈশো প্রহরী রয়েছে।