Home » মেহেরপুর শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার শুভ উদ্বোধন

মেহেরপুর শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার শুভ উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
214 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে শেখ কামাল আইটি ও ইনকিবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আজ যে আইটি ও ইনকিবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করা হলো। এই সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশের আইসিটি বিশেজ্ঞদের সহযোগিতায় এলাকার বেকার-যুবকরা দক্ষ হয়ে উঠবে। এমনকি কর্মসংস্থানের সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ পুত্র সজিব ওয়াজেদ জয়ের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলছে। বৈশি^ক করোনা মহামারীর কারণে বিশে^র উন্নত দেশগুলো যখন অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমাদের কৃষিসহ সকল সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মহামারী করোনার কারণে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার পথে, তখন এই আইসিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখা-পড়ার সুযোগ করে দিয়েছে সরকার। আজ থেকে বারো বছর আগে যখন শিক্ষকরা বিদ্যালয়ের তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ই-মেলের কথা ভাবতেও পারেনি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পুত্র তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার মেধা খাটিয়ে আইসিটির মাধ্যমে ই-মেলসহ সকল ধরণের তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা করেছেন। এমনটি ঘরে বসে মানুষ সারা দুনিয়া দেখছে।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান,মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম,বাংলাদেশ ডিজেল প্লান্ট ব্যবস্থাপনা পরিচালক ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান,এসজিপি,পিএসসি,তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন