আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রব বিশ্বাস প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আব্দুর রব বিশ্বাস স-শরীরে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান। এসময় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এবং মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহার নিয়ে আবদুর রব বিশ্বাস উল্লেখ করেন, ‘শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। যাঁরা রাত–দিন কষ্ট করেছেন, তাঁদের কাছে আজীবন ঋণী থাকব।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৫ জুন নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। শ্যামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী আবদুর রব বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।