আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা ফতেপুর গ্রামে তিনটি তামাক ঘর ও একটি বসতভিটা পুড়ে ছাই। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে মধ্যপাড়ায় তমসের আলীর তামাকঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায় ।
এ সময় আসিনালের তামাক ঘর ও রফিকের তামাক ঘর সহ তরিকুল ইসলামের বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান বিকাল সাড়ে তিনটার দিকে তমছের এর তামাক ঘর থেকে আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়লে তিনটি তামাঘর সহ তরিকুল ইসলামের বসতিটা আগুন ধরে যায়। তাৎক্ষণিক তারা মেহেরপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌঁছান। আগুন নেভাতে ফায়ার সার্ভিস টিম তাদের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তমছের আলীর তামাকঘর, আসিনালের তামাক ঘর রফিকের তামাঘর ও তরিকুল ইসলামের বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়। বুড়িপোতা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন আহমেদ জানান, তিনটি তামাঘর সহ একটি বসতভিটা পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের প্রায় ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের তিনজনের তামাক ঘরে প্রায় ১ লক্ষ টাকা করে তামাক ছিল। তরিকুল ইসলামের ঘরে নগদ ১ লক্ষ্য টাকা সহ আনুমানিক ৩ লক্ষ টাকার ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বসতভিটার মালিক তরিকুল ইসলাম জানান, আমার ঘরে নগদ ১ লক্ষ্য টাকা ও নিজেদের খাওয়ার জন্য ধান, চাল, আটাসহ ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। আমি নিঃশেষ হয়ে গেছি আমার সবকিছু পুড়ে গেছে, আমি শেষ এ বলে এ সময় কান্নাকাটি করতে থাকে