মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম।
শনিবার বিকেলের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আমিরুল ইসলাম তার (আনারস প্রতীক) থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজামানের প্রতি সমর্থন দেয়ার কথা ঘোষণা করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, বুড়িপোতা ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহজামান।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর শহর সমাজসেবা ও সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন। বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় পরদিন তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শাহজামান নৌকা প্রতীক, রেজাউল হক আব্দুর রেজা এবং আমিরুল ইসলাম দুজনেই আনারস প্রতীক চান। পরে রেজা এবং আমিরুলের মধ্যে সমন্বয় করে রেজা ঘোড়া প্রতীক এবং আমিরুল ইসলাম আনারস প্রতীক লাভ করেন। এদিকে নির্বাচনের মাত্র এক সপ্তাহ পূর্বে আমিরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এবং নৌকার পক্ষে কাজ করার কথা ব্যক্ত করেন।