আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশী সিসা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া এলাকার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি সিসা উদ্ধার করে।
জানা গেছে বুড়িপোতা সীমান্ত বিজিবি নায়েব সুবেদার তৌহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল থাকাকালীন সময় খালপাড়া মাঠে খড়কুটা দিয়ে ঢাকা পরিত্যাক্ত অবস্থায় ১২০ কেজি সিসা উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে চোরাকারবারিরা ভারতে পাচারের উদ্দেশ্যে ওই স্থানে সিসা গুলো রেখে দেয়।