আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির আহবায়ক সাইদুর রহমান, প্রধান শিক্ষক আহামদ আলি, ইসরাইল হোসেন, আবুল কালাম, তাহাজ উদ্দিন, আবুল কাশেম, শাহারুল ইসলাম, আব্দুল আওয়াল, প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।