Home » মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন।

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন।

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

 

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর বেলুন উড়িয়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন করেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন, কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ।

 

 

পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ এর বর্ণাঢ্য উদ্বোধন করেন।এ সময় তিনি উভয় দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন।

 

 

এদিকে এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর জাতীয় সংগীতের সুরে জাগীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মেয়েরা সেখানে মনোজ্ঞা কুসকাওয়াজ প্রদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বারাদি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিন, আমদহ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বজলুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন