আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত গোল্ডলীফ ১৬০ শলাকা ও রয়েল ১৬০শলাকা এবং আমঝুপি গ্রামের শাওন ষ্টোর পরিদর্শন করে পুরাতন সেলিম বিড়ি ও চাষী বিড়ি জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে সদর উপজেলার ইসলামপুর এবং আমঝুপিতে এই অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলার ইসলামনগর নূরমহাম্মদ ষ্টোর পরিদর্শন করে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত গোল্ডলীফ ১৬০ শলাকা ও রয়েল ১৬০ শলাকা এবং আমঝুপি গ্রামের শাওন ষ্টোর পরিদর্শন করে পুরাতন সেলিম বিড়ি ও চাষী বিড়ি জব্দ করা হয়।