মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে কুতুব আলী, আব্দুস সালাম, জিয়ারুল ইসলাম, সোলায়মান এবং রবিউল ইসলাম নামের ৫ মাদক সেবী গ্রেফতার ।
সোমবার মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ মাদক সেবিকে আটক করা হয়। আটক কুতুব আলী মেহেরপুর সদর উপজেলা শোলমারী পূর্বপাড়া গ্রামের ফকির আলীর ছেলে, আব্দুস সালাম মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নবীর উদ্দিনের ছেলে, জিয়ারুল ইসলাম ক্যাশবপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে, সোলায়মান একই এলাকার আসাদুলের ছেলে এবং রবিউল ইসলাম নতুন মাঠপাড়ার নাজির হোসেনের ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ওই সকল মাদক সেবীদের আটক করা হয়।