মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য মনোনীত হওয়া এবং প্রফেসর আব্দুর রাজ্জাক মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার এবং উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাককে সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খুরশিদ আলমের সভাপতিত্বে সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার,উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, গাজী নজরুল ইসলাম, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কাবিল উদ্দিন, ফুয়াদ খান প্রমূখ।
পরে শিক্ষক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার ও উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাককে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।