আমঝুপি অফিস:
একটি শোক সংবাদ! একটি শোক সংবাদ!
মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক। ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না—— রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুল হাসান ইন্তেকাল করেন। মাসুদুল হাসান মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
মরহুম মাসুদুল হাসান ডায়াবেটিক, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়া হলে রাতে ঢাকায় পৌঁছানোর কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করেন। মাসুদুল হাসানের স্ত্রী। ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।
শুক্রবার ২টা ৩০ মিনিটের সময় আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন দাফন করা হবে। এদিকে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মাসুদুল হাসানের মৃত্যুতে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল কবিরসহ সরকারি কলেজের শিক্ষক বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।