Home » মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
265 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন এবং কবুতর উড়িয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিঙ্কন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং শান্তির প্রতীক কবুতর ওড়ান।পরে মশাল প্রজ্বলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।এর আগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি, স্কাউটস এবং রেড ক্রিসেন্টের সদস্যরা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি লিঙ্কন বিশ্বাস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান। অন্যদের মধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বজলুর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, সুশীল চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান,নাসির উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুস সালাম,ইমরান হোসেন, সাদ্দাম হুসাইন প্রমুখও উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন