Home » মে‌হেরপু‌রে আবারো সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

মে‌হেরপু‌রে আবারো সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

কর্তৃক xVS2UqarHx07
238 ভিউজ

নিজস্ব প্রতিবেদকঃ

মে‌হেরপু‌রে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক পরীক্ষার্থী নিহত হয়েছে। মে‌হেরপু‌র শহ‌রের শিল্পকলা একাডেমী মোড়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর হো‌সেন (২১) না‌মের শিক্ষার্থী নিহত হয়।

সোমবার(২২/১১/২১) সকাল আনুমানিক সা‌ড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত আলমগীর হো‌সেন গাংনী উপ‌জেলার গাড়াবা‌ড়ীয়া হাটপাড়ার ক্বারী মোহাম্মদ তৌ‌ফিক এলা‌হির ছোট ছে‌লে। সে মে‌হেরপুর দারুল উলুম আহম‌দিয়া মাদ্রাসা থে‌কে আসন্ন ‌আলিম পরীক্ষার্থী ছিল।

নিহত আলমগীর হোসেনের বন্ধু রাকিবুল ইসলাম জানান, তারা মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে মোটরসাইকেল যোগে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিল্পকলা মোড়ে স্প্রিড ব্রেকারের সামনে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল আরোহী দু’জনই সড়কে ছিটকে পড়ে। এতে আলমগীর হোসেন মাথায় আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসা শুরু করার পরপরই সে মারা যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী চিকিৎসক বেলাল হোসেন জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন