নিজস্ব প্রতিবেদকঃ কনকনে শীতের রাতে শীতকে তোয়াক্কা না করে বিবেকের ডাকে সাড়া দিয়ে সমাজের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে মোমেনশাহী দর্পণ ও আমরা জনতার বন্ধু (আজব)।
বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি-২২) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা খুলনায় মোমেনশাহী দর্পণ ও আমরা জনতার বন্ধু আজব এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। “মানুষের মাঝে মানবতার কাজে” এই শ্লোগান হৃদয়ে ধারণ করে মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মোমেনশাহী দর্পণের এই কার্যক্রম। মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রমে মোমেনশাহী দর্পণ ও আমরা জনতার বন্ধু (আজব) এই সংগঠন দুটি এ বছরের শীতের মাঝামাঝি থেকে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছে। এ প্রসঙ্গে মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা মোঃ জুবায়েদ হোসেন বলেন – হয়ত আমাদের ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা শীতার্ত সব দুঃস্থ লোকদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র শীত বস্ত্র পৌছে দেওয়া সম্ভবপর নাহ। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের ঠোটে ঐ তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পাই এবং এই উদ্যেগে অনুপ্রাণিত হয়ে আরো কিছু দায়িত্বশীল মানুষকে যখন তাঁদের পাশে দাড়াতে দেখতে পাই সেটাই আমাদের সফলতা। তাই আপনার মতো সমাজের দায়িত্বশীল মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “মানুষের মাঝে মানবতার কাজে ” উদ্যেগে সামিল হোন এবং দুস্থ ঐ মানুষগুলোর বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পেতে সাহায্য করুন। আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, খুলনা স্কুল অনলাইন এডুকেশন পরিবারের কর্ণধার ও মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা মোঃ জুবায়েদ হোসেন, হযরত আবু বকর সিদ্দিক রাঃ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আবুল হুসাইন, আজবের নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী প্রমূখ।