নিজস্ব প্রতিবেদক:
খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে.. “মোমেনশাহী দর্পণ” ও আমরা জনতার বন্ধু (আজব)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ করেছে।
বুধবার (৫/০১/২২) সন্ধ্যায় খুলনা অনলাইন এডুকেশন কার্যালয়ে খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে..”মোমেনশাহী দর্পণ” ও আমরা জনতার বন্ধু (আজব)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ করা হয়।
মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ রয়েছে, তাদের অনেকেরই শীত নিবারণ করার মতো গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা সামর্থ্যবানরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমরা যদি প্রত্যেকে অন্তত একজনের পাশে দাঁড়াই, তাহলে দশজন দশজনের পাশে দাঁড়ানো হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। একজন মানুষের জীবন তখনই সার্থক হয়, যখন সে মানবসেবায় নিজেকে বিলিয়ে দেয়। তাই অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি।
শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের উদ্যোক্তা মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন জানান- আমরা আশারাখি সকলের সহযোগীতায় ১০০ জনের অধিক অসহায় শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করতে পারবো। প্রয়োজনে আরোও বেশীজন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। আজ আমরা অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধণ ঘোষণা করছি, এবং কম্বল বিতরণ চলমান থাকবে।
খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে..”মোমেনশাহী দর্পণ” ও আমরা জনতার বন্ধু (আজব)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা সাহিত্য একাডেমির কর্ণধার, বাংলাদেশ বেতারের কথক, আলোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।
মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন, আজবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুন্না, নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী প্রমুখ।