Home » ময়মনসিংহের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

ময়মনসিংহের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

কর্তৃক ajkermeherpur
276 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলাধীন নান্দাইল ও গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারী-২২ইং) বিকাল ৪ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানগণের করণীয় বিষয় সম্পর্কে বিশেষ আলোকপাত করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন