নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে নিম্ন আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের কার্যক্রমের পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড.মুনসুর আলম খান।
রবিবার বিকেলে গাংনী পৌর এলাকার গাংনী হাইস্কুল ফুটবল মাঠে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল।