Home » রাত পােহালেই গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডে উপ-নির্বাচন

রাত পােহালেই গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডে উপ-নির্বাচন

কর্তৃক xVS2UqarHx07
126 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

রাত পােহালেই মেহেরপুরের গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনী আমেজে কাটছে এ ওয়ার্ডের নাগরিকদের মন। কে হবেন এ ওয়ার্ডের সেবক! এ নিয়ে বিচার বিশ্লেষণ করছে নাগরিকরা।
বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ওয়ার্ডের সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

এবার ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটার মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

সহকারী রির্টানিং অফিসার আব্দুল আজিজ জানান, গাংনী পৌরসভার ০৭ নং ওয়ার্ড কান্সিলর মকছেদ আলীর মৃত্যুর পর কাউন্সিলর পদটি শূন্য হয় । উপ-নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সেই সাথে নির্বাচন কাজে প্রয়োজনীয় সকল সরঞ্জাজামাদি ভােট কেন্দ্রে পৌঁছে গেছে। ভােটগ্রহণের নিরাপত্তার কাজে নিয়ােজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভােট কেন্দ্রে পৌঁছে গেছে।
৭ ওয়ার্ডের একটি মাত্র কেন্দ্র (গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজে) ৮টি বুথের মাধ্যমে ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখা ২৪৬৪টি। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১৬২টি। এবং নারী ভোটার সংখ্যা ১২৮২জন। নির্বাচন অবাধ সুষ্ঠভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষাকরী লোক ছাড়াও মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত ।

উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীদের মধ্যে এ ওয়ার্ডের গাংনী ডাকবাংলাে পাড়ার বাসিন্দা মোতালেব হোসেন (পাঞ্জাবী) মার্কা,গাংনী হাইস্কুল পাড়ার বাসিন্দা বদরুল আলম বুদু (টেবিল লাইট) মার্কা,পূর্ব মালসাদহ গ্রামের শফিকুল ইসলাম শফি (উঠপাখি) মার্কা,এবং পূর্বমালসাদহ গ্রামের ছানোয়ার হোসেন (পানির বােতল) মার্কা । তবে ছানোয়ার হোসেন আরেক প্রার্থী মোতালেব হোসেনকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে পড়েছেন বলেও গুঞ্জন উঠেছে। তবে এ নির্বাচন ছােট সীমানা ঘিরে হলেও গাংনীর মানুষের মধ্যে চলছে ভােটের উন্মাদনা। ভােট কেন্দ্রের আশেপাশে শােভা পাচ্ছে প্রার্থীর নির্বাচনী পােস্টার।

০ মন্তব্য

You may also like

মতামত দিন