Home » রুহিয়ায় ইউপি নির্বাচনে নৌকার অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

রুহিয়ায় ইউপি নির্বাচনে নৌকার অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
137 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথীঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খাদেমুল ইসলামের নির্বাচনী পথসভা করার জন্য তৈরি অস্থায়ী অফিসে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২২ ডিসেম্বর ভোর রাতে এ ঘটনা ঘটে। এসময় নির্বাচনী ব্যানার সহ অফিসের সামিয়ানায় অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্র নাথসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাদেমুল ইসলাম জানান, আমার সন্দেহ হচ্ছে মঙ্গলবার ভোর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও বিএনপি’র সমর্থকরা এই অগ্নিসংযোগ করেছে। এ সময়ে নির্বাচনের ব্যানারসহ নৌকা প্রতীকের পোষ্টার, লিফলেট, সামিয়ানা টাঙানো কাপড় পুড়ে যায়। প্রতিপক্ষ প্রার্থীরা পরাজয় নিশ্চিত জেনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নির্বাচন বানচালের চেষ্টায় এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নির্বাচন কমিশন ও থানায় একটি অভিযোগ দায়ের প্রকৃয়া চলছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, সকালে নৌকার নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঠাকুরগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন