Home » শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি’র র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি’র র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

কর্তৃক xVS2UqarHx07
38 ভিউজ

 

আব্দুল হামিদ,বার্তা সম্পাদক:

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি’র র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মেহেরপুরে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে র‍্যালি শেষে শহীদদের স্মরণে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। আজ শনিবার সকালে মেহেরপুর বোসপাড়া বিএনপি’র কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে পৌর কবরস্থানের পাশে শহীদ বেদীতে শহীদদের স্মরণ পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, লড়াই সংগ্রাম করেছি এখনো করছি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেবো। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাই। এদেশ হবে জনগণের। রাষ্ট্র পরিচালনার মালিক হবে জনগণ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন