Home » শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে পাঠ্যবই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে পাঠ্যবই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কর্তৃক xVS2UqarHx07
258 ভিউজ

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি

ভুল-ভ্রান্তি শুধরে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন বছরে সঠিক সময়েই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। করোনাকালে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বইয়ে যেন ভুল-ভ্রান্তি না থাকে। এরপরেও কোথাও যদি কোনও অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে।

শনিবার (৬ নভেম্বর-২১ইং) দুপুরে চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পাঠ্যবইয়ের কিছু ভুল নিয়ে অতিসম্প্রতি একটি মামলা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন, তবে যেটা ব্যবহার করা হয়েছে সেটাও যে খুব ভুল তা নয়। তারপরেও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে।

দীপু মনি আরও বলেন, বিএনপি এক দিকে বলছে নির্বাচনে অংশ নেবে না। আবার স্থানীয় নির্বাচনগুলোতে সব জায়গায় দেখছি তাদের কেউ না কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি বিএনপির জন্য নতুন কিছু নয়। বিএনপি সব সময়ই মুখে একটা বলে, আর কাজে অন্যটা করে। কাজেই এতে আমি বিস্মিত হওয়ার কিছু দেখছি না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দলীয় নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

০ মন্তব্য

You may also like

মতামত দিন