Home » সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

কর্তৃক xVS2UqarHx07
113 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

সঠিক ও তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক এস এম তারেক’কে দেখে নেয়ার হুমকি দিলেন ব্যবসায়ী কুদ্দুস।

আজ (১২ই জুন) রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মুঠোফোনে দেখে নেওয়ার হুমকি দিয়ে ব্যাবসায়ী কুদ্দুস বলেন,”আমার বিরুদ্ধে নিউজ করেছো, তোমার কলমে কতটুকু ধার আছে আমি কাল সকালে দেখে নিবো, তোমার নিউজের কাগজপত্র আমি সব বার করে নিলাম, থানায় সব রেকর্ডিং করে দিলাম এবং আগামীকাল কোর্টে মামলা করবো।”

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকা এবং স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ইনিউজ৭১ এর মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম তারেক’কে হুমকি দেওয়ার এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্যঃ গতকাল (১১ই জুন) মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মুন্সীপাড়া মাদ্রাসাতে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এমন অভিযোগ ওঠে কাজিপুর গ্রামের একরামুল ইসলামের পুত্র ও ঐ মাদ্রাসার শিক্ষক এখলাছুর রহমানের বিরুদ্ধে। ঘটনার প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেলেও আইনি পদক্ষেপ নেয়নি ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে সরজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী পরিবারকে ইউনিয়ন পরিষদে মিমাংসার কথা বলে মামলা থেকে বিরত রাখেন কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহন আলী ও ব্যাবসায়ী কুদ্দুস।
সেসময় নওদাপাড়া গ্রামের বাসিন্দা হাফিজ আলী অভিযোগ করে বলেন, ‘মহন আলী মেম্বার ও কুদ্দুস আলী নওদাপাড়া বাজারে কুদ্দুস আলীর ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযুক্ত শিক্ষকের কাছে থেকে অর্থ নিয়ে বিষয়টি চেপে রাখার চেষ্টা করছেন’

এবিষয়ে প্রথম পর্যায়ে মুঠোফোনে আলাপকালে কাজিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মহন আলী জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল একটা মাদ্রাসা শিক্ষকের সাথে ভুল বোঝাবুঝি নিয়ে। পরে হাত-পা ধরে ক্ষমা চাইলে কোন অর্থিক লেনদেন ছাড়াই তাকে ক্ষমা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
পরবর্তীতে সরেজমিনে কথা বলার সময় মুঠোফোনের কথা অস্বীকার করে মহন মেম্বার বলেন আমার ভাটার লেবারে আমি ব্যাস্ত থাকার কারণে ফোন ধরে কথা বলেছে।

সার্বিক বিষয়ে গাংনী এবং মেহেরপুরের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সরেজমিনে থাকার জেরে সাংবাদিক এস এম তারেক’কে মামলা-হামলা সহ নানান ধরনের হুমকি দিচ্ছেন ব্যাবসায়ী কুদ্দুস।

০ মন্তব্য

You may also like

মতামত দিন